আরবিএন রিপোর্ট
বাংলাদেশে চলমান মাদক বিরোধী অভিযানে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভুত হত্যাকান্ডের নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। আজ বুধবার এক বিবৃতিতে জাসিংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জায়িদ রা’দ আল হোসাইন এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, গত ১৫ দিনে সারা দেশে মাদক বিরোধী অভিযানে ১৩০জনকে গুলি করা হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া আরো ১৩ হাজার গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে বিচার বহির্ভুত হত্যাকান্ডের তদন্তের দাবী জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিটি এখানে হুবহু দেওয়া হল।
http://www.ohchr.org/EN/NewsEvents/Pages/DisplayNews.aspx?NewsID=23178&LangID=E